This is a sequel to an older semi-serious bilingual attempt about the same beloved Ledge.
=======================================
Ledge দুই
Ledge-কে আমি সেদিন পেলাম আবার একা,
অনেকদিনের পুরানো-কে আবার দেখা|
উড়ল যারা আমার সাথে হেসেছিল,
উড়ল যারা নতুন ভালবেসেছিল|
অন্যদিকে উঁকি মেরেও দেখেছিলাম --
বুক ভর্তি কান্না নিয়ে বসেওছিলাম|
কিন্তু তাকে Ledge বলে যেই ডাকতে গেছি,
উড়িয়ে দেওয়া ভালবাসা কুড়িয়ে পেলাম :
The Ledge is আবার ঘুমিয়ে পড়া ছোট্ট খুকি,
The Ledge is আবার রঙ-চড়ানো উঁকিঝুকি,
The Ledge is আবার ক্ষুধার্তকে ভুলিয়ে রাখা,
The Ledge is আবার মন-হেঁয়ালি মিষ্টি-মাখা;
The Ledge is আবার cloud-এ ভাসা maturity --
হারিয়ে ফেলেও রেখে দেওয়ার disparity;
The Ledge is আবার অমানুষে মানুষ করা,
জন্তুমানব খুঁজে পেতে রাতের ছড়া|
Ledge-কে আমি বিলিয়ে দিলাম তাদের হাতে,
ঘুমপাড়ানি গান জরুরি যাদের রাতে|
এই পুরানো Ledge আর আমার না-ই বা থাকে!
আমার দেওয়া নামেই তাকে সবাই ডাকে|
=======================================
=======================================
Ledge দুই
Ledge-কে আমি সেদিন পেলাম আবার একা,
অনেকদিনের পুরানো-কে আবার দেখা|
উড়ল যারা আমার সাথে হেসেছিল,
উড়ল যারা নতুন ভালবেসেছিল|
অন্যদিকে উঁকি মেরেও দেখেছিলাম --
বুক ভর্তি কান্না নিয়ে বসেওছিলাম|
কিন্তু তাকে Ledge বলে যেই ডাকতে গেছি,
উড়িয়ে দেওয়া ভালবাসা কুড়িয়ে পেলাম :
The Ledge is আবার ঘুমিয়ে পড়া ছোট্ট খুকি,
The Ledge is আবার রঙ-চড়ানো উঁকিঝুকি,
The Ledge is আবার ক্ষুধার্তকে ভুলিয়ে রাখা,
The Ledge is আবার মন-হেঁয়ালি মিষ্টি-মাখা;
The Ledge is আবার cloud-এ ভাসা maturity --
হারিয়ে ফেলেও রেখে দেওয়ার disparity;
The Ledge is আবার অমানুষে মানুষ করা,
জন্তুমানব খুঁজে পেতে রাতের ছড়া|
Ledge-কে আমি বিলিয়ে দিলাম তাদের হাতে,
ঘুমপাড়ানি গান জরুরি যাদের রাতে|
এই পুরানো Ledge আর আমার না-ই বা থাকে!
আমার দেওয়া নামেই তাকে সবাই ডাকে|
=======================================