Search The LoudSpeaker

Saturday, March 12, 2016

This was a parody of sorts...

... and is being posted here only because Mom did a Soumendra and (practically) asked 'Why not?'

========================================
The Ledge

The Ledge is আমার দুঃখ পেয়ে মিষ্টি হাসা,
The Ledge is আমার ভুল বুঝিয়ে ভালবাসা,
The Ledge is আমার খিদেয় পেটে চড়াইপাখি,
The Ledge is আমার রঙিন chalk-এ আঁকিবুকি।

ঝুলতে থাকা শব্দ সব-ই ঘুরতে গিয়ে
তোমায় দেখে চলল ঘরে মুখ ফিরিয়ে;
Algebra পড়েই চোখে কান্না এল, তোমায়
চিনতে পেরেই চোখের জলটা শুকিয়ে গেল।

The Ledge is আমার ছোট্টবেলার মিষ্টি ছেলে,
The Ledge is আমার মেঘ না চাওয়া বৃষ্টি পেলে;
The Ledge is আমার দিগ্বিদিকের infinity,
জোগাড় করা মনখারাপের খুচরো স্মৃতি।

Chewing gum-এর মোড়ক হলো সেই কবিতা
যা তোমায় সেদিন হারিয়ে ফেলে লিখেছিলাম;
হৃদ মাঝারের cloud-এ তুমি যতই ভাসো
আমি Google Photos থেকে তোমায় উড়িয়ে দিলাম।
========================================

No Bangla bands were harmed in the making of this song :P

0 comments:

Post a Comment

Speak and you will be heard.

Related Posts Plugin for WordPress, Blogger...