Search The LoudSpeaker

Tuesday, November 10, 2015

Dat Bangla Doe

========================================
ফিরে গাওয়া

গানটার পরের লাইনটা
কিছুতেই মনে পড়ে না।
ভাবতে ভাবতে কেটে যায়
হপ্তা, মাস, বছর;
ভেঙে পড়ে আশপাশের দেয়াল;
শুকিয়ে যায়  সেই গাছগুলো
যেগুলোতে নিজে হাতে জল দিতাম;
ছিঁড়ে যায় জানলার পর্দা
আর যত্ন করে রেখে দেওয়া
কবিতার খাতাটা।

ঝড়ের দিনে ভাঙা জানলা দিয়ে
শিস্ দিয়ে যায় দূরের হাওয়া;
বৃষ্টি শেষে রঙের আকাশ
মনে করায় গানটা থেকে পাওয়া
কোনও  একদিনের সান্তনা;
কিন্তু, মুড়ানো গাছের পাতায়
যতই নতুন গান খুঁজে পাই,
পুরানো গানের শেষ লাইনটা থাকে
আজকের খুশিটার
নাগালের একটু বাইরে।
========================================

0 comments:

Post a Comment

Speak and you will be heard.

Related Posts Plugin for WordPress, Blogger...