ছুটির ঘন্টা বাজার দরকার নেই, বাজুক কর্মযোগের দুন্দুভি। জেগে উঠুক পৃথিবী জুড়ে যত রক্ত-গরম যুবক-যুবতী, যাদের কাছ থেকে ধার্মিক, শালীন পূর্বপ্রজন্মের কোনো আশা নেই। নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের ঘাম ছুটিয়ে, চিনুক তারা নিজেদেরকে। শীতের রাত্রে লেপের তলায় প্রেমের গল্প ছাড়াও আরও কিছু ভাবুক, ইন্টারনেটে ব'সে হৃদয় ছাড়া আরও কিছু নিয়ে করুক আলোর গতিতে লোফালুফি -- চ্যাটবক্সে শুরু হোক আগামী দিনকে সুন্দর করার প্রচেষ্টা।
বন্ধুরা, আমরা চঞ্চল, আমরা অদ্ভূত, আমরা আসছি : আসছি এই প্রতিজ্ঞা নিয়ে যে, চারিদিকে পূর্বপ্রজন্মের যেসব জ্ঞানী-গুণীরা নারী-পুরুষ, উত্তর-দক্ষিন-পূর্ব-পশ্চিম, ধনী-দরিদ্র ইত্যাদি কৃত্রিম ভেদাভেদে দেশটাকে (এবং পৃথিবীটাকে) ছারখার করার প্রচেষ্টা চালাচ্ছেন, যারা মানুষের দারিদ্রজনিত অজ্ঞতার সুযোগ নিয়ে নিজকল্যাণে ব্যস্ত আছেন, তাঁরা সহজে নির্মূল না হলেও আগামী আমলে, আমাদের আমলে, তাঁদেরকে একটু কম দেখতে পাবেন আপনারা। আমরা ফেসবুক প্রজন্ম -- আমরা ছেড়ে কথা বলতে শিখিনি। বাচাল বা অশ্লীল মনে হলে ক্ষমা-ঘেন্না করে দেবেন। এখনো ছোট আছি, আপনাদের প্রজন্মের মত বড়-বড় ভাবনা ভাবতে শিখিনি -- কেবল যেদিকে তাকাই সেদিকেই নিজের একটি ভাই বা বোনকে কষ্ট পেতে দেখি তো, তাই হামেশা-হামেশাই মনে বড় ব্যথা পেতে শিখেছি।