Benglish poem, kinda-sorta on request. Translation will be offered on asking.
=======================================================
এমনি এমনি
কখনও একটু adversity,
আপন-ভোলা city lights,
গাছের পাতায় diversity,
নতুন বন্ধু, মিষ্টি fights.
সবার থেকে দূরে আমি,
মনে আমার একলা song:
ঢ্যারঢ্যারে গোবিন্দপুরে
লেগেই গেল পুজোর রঙ!
জন্মেছিলাম অনেক আগে,
হয়েছি বড় ইদানিং;
ফাঁকা playlist -- নতুন রাগে
উঠবে গড়ে Now Playing.
আজকাল আমি অন্যরকম --
বদলে গেলাম কখন, কবে?
বোঝার চেষ্টা থাকুক এখন,
আসছে বছর হয়তো হবে।
হাবভাবে তো যায় না বোঝা
দাদা তুমি, না ছোট্ট ভাই...
না-ই বা পারি হালকা ছড়া !
লিখতে বললে, লিখছি তাই।।
=======================================================
^_^ Ritwik da, who asked me to write something less serious for once. He is convinced that this poem is less serious. Are you?
=======================================================
এমনি এমনি
কখনও একটু adversity,
আপন-ভোলা city lights,
গাছের পাতায় diversity,
নতুন বন্ধু, মিষ্টি fights.
সবার থেকে দূরে আমি,
মনে আমার একলা song:
ঢ্যারঢ্যারে গোবিন্দপুরে
লেগেই গেল পুজোর রঙ!
জন্মেছিলাম অনেক আগে,
হয়েছি বড় ইদানিং;
ফাঁকা playlist -- নতুন রাগে
উঠবে গড়ে Now Playing.
আজকাল আমি অন্যরকম --
বদলে গেলাম কখন, কবে?
বোঝার চেষ্টা থাকুক এখন,
আসছে বছর হয়তো হবে।
হাবভাবে তো যায় না বোঝা
দাদা তুমি, না ছোট্ট ভাই...
না-ই বা পারি হালকা ছড়া !
লিখতে বললে, লিখছি তাই।।
=======================================================
^_^ Ritwik da, who asked me to write something less serious for once. He is convinced that this poem is less serious. Are you?
0 comments:
Post a Comment
Speak and you will be heard.